৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জশিট দেবার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক
গত ২৮শে জুলাই অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করে দুদক। রাজধানীর ধানমণ্ডির ভূতের গলি এলাকায় তার বাসায় অভিযান ৮০ লাখ টাকা জব্দ করার পর তাকে গ্রেপ্তার করা হয়।