নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৬ জনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট জোরগাছি এলাকার আবদুল মান্নানের ছেলে মো. সোহেল রানা (২২), একই এলাকার ফারুক আহমেদের ছেলে ফয়সাল আহমেদ (২২), কুমার পাড়ার রফিকুল ইসলামের ছেলে মো. মুহাইমিনুল ইসলাম (২৩), জোরগাছির হাবিবুর রহমানের ছেলে নাহিদ আলী (২৪), একই এলাকার মোমিনুল ইসলামের ছেলে মতিন (২৫) ও লক্ষী নারায়ণপুরের মোহাম্মদ আলীর ছেলে শরিফ (৩৮)।
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, ২০ আগস্ট বৃহস্পতিবার ডিএনসি ও মোবাইল কোর্ট যৌথ ভাবে অভিযান পরিচালনা করে।
এ সময় আসামীদের বিভিন্ন মেয়াদে দন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ।
তিনি আরও জানান, পরিদর্শক মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির সঙ্গীয় ফোর্স জেলায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।