নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় ও এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ আগস্ট শনিবার বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া ফিলিং স্টেশনের পাশ থেকে আনারুল ও মানিককে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া মুন্নাপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে আনারুল(৩০) ও মতিউর রহমানের ছেলে মানিক মিয়া (২৪)।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।