ads
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম

ডিসেম্বরে অজিদের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫৩ বার পঠিত

চলতি বছর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। সবকিছু ঠিক থাকলে একমাত্র এই টেস্টটি শুরু হবে ৯ ডিসেম্বর। এই ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ঐতিহাসিক পার্থ স্টেডিয়ামকে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য মতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সমঝোতায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরই মধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ড এই বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

মূলত আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী চলতি বছরের নভেম্বরে আফগানিস্তানকে আতিথেয়তা দেয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফগানদের সফর নিয়ে সংশয় দেখা দেয়। অবশেষে ডিসেম্বরে ম্যাচ আয়োজনের পক্ষে মত দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই টেস্ট অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন নয়। কেননা আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের প্রথম নয়টি দল নিয়েই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড এর অন্তর্ভুক্ত নয়।

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলেছে আফগানরা। এবার পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের পঞ্চম টেস্ট খেলার অপেক্ষায় রয়েছে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102