ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৪২ হাজার ৭১৬ ভোটের বিশাল ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম মনু পরাজিত করেছেন বিএনপির মো. সালাহউদ্দিন আহমদকে। বিশাল ভোটের ব্যবধানে হেরে জামানত হারিয়েছেন ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়াই করা এই প্রার্থী।
এর আগেবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে অংশ নিয়েও জামানত হারান সালাহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, শনিবার সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। নির্বাচনের মাঠে অধিকাংশ কেন্দ্রেই বিএনপি নেতাকর্মীদের দেখা মেলেনি। এমনকি খুঁজেও পাওয়া যায়নি। অন্যদিকে, সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে সরব ও তৎপর ছিলো আওয়ামী লীগ কর্মীরা।