ads
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

তরুণদের জন্য জুতসই ল্যাপটপ আনলো আসুস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৫ বার পঠিত

স্টাইল এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য হালকা ওজনের মেটাল বডির ল্যাপটপটি তরুণদের পছন্দের শীর্ষে থাকবে

বাংলাদেশের বাজারে স্লিম, হালকা ওজন এবং শক্তিশালী পারফরমেন্সের দুটি ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড আসুস। ‘ভিভোবুক এস১৪’ এবং ‘ভিভোবুক এস১৫’ ল্যাপটপ দুটি স্টাইল এবং পারফরমেন্সের অনবদ্য এক মিশ্রণ।

আসুসের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বাধুনিক ভিভোবুক এস সিরিজটি ডিজাইন করা হয়েছে মূলত তরুণদের কথা মাথায় রেখে।

নোটবুকগুলোর আরও আকর্ষণীয় করে তুলেছে এর গায়া গ্রিন, রেজিউলেট রেড, ড্রিমি হোয়াইট এবং ইন্ডি ব্ল্যাক কালার। যা থেকে পছন্দের কালার বেছে নেবার সুযোগ পাবেন ক্রেতারা।

১৪ ইঞ্চির ভিভোবুক এস১৪-তে থাকছে ১৫.৯ মিলিমিটারের কাঠামো, যার ওজন মাত্র ১.৪ কেজি। অন্যদিকে ১৫ ইঞ্চি ভিভোবুক এস১৫-তে রয়েছে ১৬.১ মিলিমিটারের কাঠামো। এর ওজন মাত্র ১.৮ কেজি। দুটি ল্যাপটপেই রয়েছে চিকন বেজেলের ন্যানো এজ ফুলএইচডি ডিসপ্লে। যা ছোট কাঠামোতেও স্ক্রিনকে বড় দেখাবে। আইপিএস লেভেলের ডিসপ্লে দেবে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল। ভালোমানের সাউন্ড দিতে এতে রয়েছে বিল্টইন হারম্যান কার্ডন সার্টিফাইড অডিও।

ভিভোবুক এস সিরিজের ল্যাপটপগুলোতে রয়েছে এএমডির সর্বশেষ রাইজেন ৪০০০ সিরিজের শক্তিশালী প্রসেসর রাইজেন ৫/রাইজেন ৭) এবং ১০ম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর (কোর আই৫/ কোর আই৭)।

অত্যাধুনিক প্রযুক্তির নেটওয়ার্ক কানেক্টিভিটি দিতে এতে রয়েছে অনবোর্ড ইন্টেল ওয়াইফাই ৬, যা দেবে সুপারফাস্ট নেটওয়ার্ক স্পিড। দীর্ঘ ব্যাকআপ সুবিধা নিশ্চিত করতে আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫ ডিভাইসে রয়েছে ৫০ ওয়াটের থ্রি সেলের লিথিয়াম পলিমার ব্যাটারি। এতে আবার সাপোর্ট করবে ফাস্ট চার্জিং। একবার ফুল চার্জে ল্যাপটপটি ১৫ ঘন্টা পর্যন্ত চালানো যাবে। নতুন এই ল্যাপটপে থাকছে জেনুইন উইন্ডোজ ১০, আর নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে বিল্ট-ইন ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

নতুন আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫ এর দাম শুরু হয়েছে ৬২ হাজার টাকা থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102