মৌলভীবাজারের এক তরুণীর কুরুচিপূর্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগে এক তরুণী ও তিন যুবকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজার মডেল থানায় দায়ের করা এ মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মূল অভিযুক্ত।
মামলার বিবরণে জানা যায়, ৩ আগস্ট মৌলভীবাজার শহরতলির সোনারপুর এলাকায় মাহমুদ এইচ খান নামের এক যুবকের বাসায় ডিনার পার্টির আয়োজন করা হয়। এতে উপস্থিত হন নারী সুরক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা মারজিয়া প্রভা, মৌলভীবাজার ছাত্রফ্রন্টের নেতা রায়হান আনসারি, সজিব তুষার ও মামলার বাদী তরুণী। এসময় কৌশলে ওই তরুণীকে গাঁজা খাওয়ানো হয়। এতে তিনি অসুস্থবোধ করেন। এ সুযোগে সজিব তুষার তাকে একটি রুমে নিয়ে ধর্ষণ করেন।
এদিকে ৩ আগস্টের ঘটনা ২৪ আগস্ট মাহমুদ এইচ খান তার বাসার এ ঘটনা ফেসবুকে নিজের আইডি থেকে ছড়িয়ে দেন। পরবর্তীতে কেবি খান বিজন নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় এসব বিষয়ে কুরুচিপূর্ণ ছবিসহ আবার তুলে ধরেন। এতে শহরে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
নির্যাতিতা তরুণী বিষয়টি প্রথমে এড়িয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার হওয়াতে মৌলভীবাজার মডেল থানায় সজিব তুষার, রায়হান আনসারি ও মারজিয়া প্রভার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপরদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে কেবি খান বিজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিজের বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেছেন রায়হান আনসারি। তবে এ অভিযোগে মৌলভীবাজার জেলা ছাত্রফ্রন্ট রায়হান আনসারি ও সজিব তুষারকে দল থেকে বহিষ্কার করেছে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক।