বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার সভা-মিছিল করতে বাধা দিচ্ছে। এমনকি বিএনপির ত্রাণ সহায়তা প্রদানের মতো মহৎ কাজেও বাধা দিচ্ছে। সবকিছু একচেটিয়া, সবকিছু এক দলীয় এবং কর্তৃত্ববাদী শাসন বিস্তার করে যা ইচ্ছা-তাই করছে। মিথ্যাচার করছে।
তিনি আরও বলেন, করোনার প্রকোপ তো চলছে। এ শুধু কুড়িগ্রাম বলে নয়, ঢাকা বলে নয়, বাংলাদেশ বলে নয়-বিশ্বব্যাপী। এখানে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, অসুস্থ হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এর উপর প্রলয়ঙ্কারী বন্যা ঘটে গেছে এই এলাকার উপর দিয়ে। এই বানভাসি মানুষ পানি সরে গেলেও অসুস্থতায় ভোগে- এজন্য দলের ত্রাণ টিম কাজ করছে। এটাতো একটা মানবতাবাদী কাজ-তারপরও বর্তমান সরকার এটাকে সহ্য করছে না।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২ টার দিকে কুড়িগ্রাম পৌরসভা এলাকার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এই কথাগুলো বলেন।
এরপর জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি মেস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও হাসিবুর রহমান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রুহুল কবির রিজভী ঢাকা থেকে মঙ্গলবার ভোরে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়ায় অবস্থিত নিজ বাড়িতে আসেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।