ads
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

থালাপতি বিজয়ের শেষ সিনেমা, মুক্তির আগেই আয় ১৭৬ কোটি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬ বার পঠিত

থালাপতি বিজয়ের ৬৯তম এবং শেষ সিনেমা ‘জন নায়ক’-এর নাম আগেই ঘোষণা করা হয়েছে। এই ছবির মাধ্যমেই রূপালি পর্দাকে বিদায় জানাতে যাচ্ছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার। এরপর পূর্ণদমে রাজনীতিতে যুক্ত হবেন বিজয়।

গত এক দশকে বিজয়ের প্রতিটি সিনেমা বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে। শেষ সিনেমাটিও ব্যতিক্রম নয়। মুক্তির আগেই রেকর্ড গড়েছে ‘জন নায়ক’। এরই মধ্যে ছবিটি আয় করেছে ১৭৬ কোটি টাকা, যেখানে নির্মাণ ব্যয় ৩০০ কোটি টাকা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমাটির ওটিটি স্বত্ব পেতে প্রতিযোগিতায় নেমেছিল নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম। শেষ পর্যন্ত অ্যামাজন প্রাইম ১২১ কোটি টাকায় ডিজিটাল স্বত্ব কিনে নেয়। এটি এখন পর্যন্ত তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ওটিটি স্বত্ব।

এর আগে রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ওটিটি স্বত্ব ১২০ কোটি টাকায় বিক্রি হয়েছিল, সেটিও কিনেছিল অ্যামাজন প্রাইম। এই হিসেবে ‘জন নায়ক’-এর ক্ষেত্রে এক কোটি টাকা বেশি খরচ করতে হয়েছে প্ল্যাটফর্মটিকে।

ডেকান হেরাল্ড জানায়, সিনেমাটির স্যাটেলাইট স্বত্ব ৫৫ কোটি টাকায় কিনে নিয়েছে সান টিভি। এ পর্যন্ত দুটি স্বত্ব বিক্রি করে মোট ১৭৬ কোটি টাকা আয় করেছে ‘জন নায়ক’।

কেভিএন প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করছেন পূজা হেগড়ে, ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও মমিতা বাইজু। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102