রাজধানীর দারুসসালাম থেকে খন্ডিত পা উদ্ধার করা হয়েছে। পা-টি ব্যান্ডেজে মোড়ানো ছিলো।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খন্ডিত পা দেখে পথচারীরা প্রথমে ট্রিপল নাইনে ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। তবে পরবর্তী তদন্তের জন্য ডিএনএ সংগ্রহ করে রাখার কথা জানানো হয়েছে।
রাস্তার ধারে খন্ডিত পা কিভাবে এলো, তা খতিয়ে দেখছে দারুস সালাম থানা পুলিশ।