দিনাজপুর সদরের বড়বন্দরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিলসহ ৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৭ আগস্ট) জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
জেলায় নতুন করে আরও ২৭ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ ফলাফল এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮৪ জনে। রোববার (১৬ আগস্ট) রাত ৯ টায় সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য জানান।
তিনি বলেন, ২৭ জনের মধ্যে দিনাজপুর সদরে ২৫ জন, বিরল উপজেলায় একজন এবং বীরগঞ্জ উপজেলায় একজন করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে ৫৬১ জন হোম আইসোলেশনে এবং ১৬ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও হাসপাতালে ভর্তি ৬৭ জন রয়েছেন।
দিনাজপুরে ৭৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৮০১ জন। তারমধ্যে সদরে ৮০৪ জন, খানসামা-৫৭ জন, ফুলবাড়ী-৬৭ জন, নবাবগঞ্জ-৮৫ জন, পার্বতীপুর;১৩৬ জন, কাহারোল-৫৭ জন, হাকিমপুর-৪৩ জন, বোঁচাগঞ্জ-৩৫ জন, ঘোড়াঘাট-৭১ জন, বিরামপুর-২০৫ জন, বিরল-১০৫ জন, চিরিরবন্দর-৯০ জন এবং বীরগঞ্জ-৪৬ জন।
বড়বন্দরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল জলিলসহ ৩ জন করোনায় মারা যান। এ নিয়ে মৃত্যুবরণকারী ৪৮ জন এরমধ্যে সদর উপজেলায়-১৬ জন, চিরিরবন্দরে-৫ জন, ফুলবাড়ী-৭ জন, পার্বতীপুর-৩ জন, বোচাগঞ্জ-২ জন, কাহারোল-২ জন, হাকিমপুর-১ জন বীরগঞ্জ-৩ জন, নবাবগঞ্জ-২ জন, বিরামপুর-৩ জন, খানসামা-একজন এবং বিরল-৩ জন।
গত ২৪ ঘণ্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১২৮টি। দিনাজপুরে ১৩ উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত মোট ২৩৫৯ জন রোগীর মধ্যে দিনাজপুর সদর-১১৭৭ জন, কাহারোল-৮৬ জন, বোঁচাগঞ্জ-৬০ জন, ফুলবাড়ী-১০৮ জন, পার্বতীপুর-১৭৫ জন, নবাবগঞ্জ-৯৮ জন, ঘোড়াঘাট-৭৭ জন, হাকিমপুর-৫১ জন, চিরিরবন্দর-১১৮ জন, বিরল-১৫৫ জন, বিরামপুর-২৪৮ জন, বীরগঞ্জ-৬৪ জন ও খানাসামা-৬৭ জন)।
গত ২৪ ঘণ্টায় নতুন করে দিনাজপুর জেলায় ৮৪ জন হোম কোয়ারেন্টাইন গ্রহণ করেছে।
এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন গ্রহণ করেছে মোট ২০৯১৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ৬৩৬। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বর্তমানে কেউ নেই।
দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী রোববার (১৬ আগস্ট) ৪ জেলা দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় এবং ঠাকুরগাও হতে মোট ১৮৮টি নমুনার ফলাফল এসেছে। এরমধ্যে ৫৪টি পজিটিভ এবং বাকি ১৩৪টি ফলাফল নেগেটিভ। এ পর্যন্ত ল্যাবরেটরিতে মোট প্রেরিত নমুনার সংখ্যা ১৩৯২৩টি আর অদ্যাবধি ফলাফল এসেছে ১৩৪২২টি নমুনার।