ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে করোনা পজিটিভ ওসি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২০ বার পঠিত

সিলেটে পররাষ্ট্র ও তথ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব শেষ করার পর জানা যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সেলিম মিয়া করোনা আক্রান্ত।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (১৮ আগস্ট) মঙ্গলবার রাতে সিলেট আসেন। পররাষ্ট্রমন্ত্রী পরদিন বুধবার সকালে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সিলেট আসেন বৃহস্পতিবার। তিনি জেলা পরিষদের অনুষ্ঠানসহ সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করেন। তিনি রাতে সিলেট ত্যাগ করেন।

এ দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া। তিনি উপসর্গ নিয়ে বুধবার নমুনা দিলে বৃহস্পতিবার রাতে জানতে পারেন করোনা ভাইরাসে আক্রান্ত তিনি।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। যা শুক্রবার সকালের রিপোর্টে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা উপসর্গ নিয়ে বুধবার নমুনা জমা দিলেও বুধ ও বৃহস্পতিবার দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকায় জনমনে নানা প্রশ্ন ও আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রীর বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের সময় ওসি সেলিমকে দেখা গেছে মন্ত্রীর পেছনে। এসময় মন্ত্রীকে ঘিরে ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীরা। সেখানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার সময় সংবাদকে বলেন, ওসি সেলিম মিয়ার করোনা আক্রান্তের বিষয়টি আমরা জেনেছি। তবে, তার নমুনা দিয়ে দায়িত্ব পালনের বিষয়টি জানা ছিল না। তবে, এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102