নেত্রকোনার দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামে বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা ফুফু-ভাতিজি।
শনিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চকলেংগুরা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে ৪ বছর বয়সের সানজিদা পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অপর শিশু ৫ বছর বয়সী ফুফু নাইমা তাকে তুলতে গিয়ে দুজনেই ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন শিশু দুটিকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি শাহ নুর এ আলম সত্যতা নিশ্চিত করেছেন।