রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ বরখাস্তের আদেশ দেন।
বরখাস্তকৃত প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ছিল দীর্ঘ দিন ধরেই। সম্প্রতি এসব অভিযোগের তদন্ত চলছিল। ডিবিসি নিউজে তার দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের পর তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশের বরিশাল রেঞ্জের সংযুক্ত করা হয়েছে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মঙ্গলবার তার বরখাস্তের আদেশ আরএমপিতে পৌঁছেছে।
সূত্র জানায়, ২০১৭ সালে আব্দুল লতিফ একদিনেই নিজের ও স্ত্রীর নামে ব্যাংক থেকে প্রায় কোটি টাকা উত্তোলন করেন। বিষয়টি তদন্তের জন্য দুদককে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া তার বিপুল সম্পদ অর্জনের বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার আব্দুস সালাম তার দুর্নীতির তদন্ত করছিলেন। তিনি পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠালে গত মাসে আবদুল লতিফকে ডেকে পাঠানো হয়। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মাইনুর রহমান চৌধুরী (প্রশাসন) প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফকে তলব করেন। কিন্তু লতিফ সেখানে গিয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জের সংযুক্ত করার আদেশ দিয়েছেন আইজিপি।