মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামে দেবরের হাতে ভাবি নাছিমা খাতুন (৫০) নামের এক নারী মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টায় সময় কমলাপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী নাছিমা খাতুনকে তার দেবর ইদ্রিস ও জাকির বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
জানা গেছে, আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলামকে তার চাচা ইদ্রিস আলী ও জাকির হোসেন মারধর করছিলেন। এ সময় জাহিদুলের মা নাছিমা খাতুন ঠেকাতে আসলে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতরভাবে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তিনি মারা যান। নিহতের স্বামী আব্দুল লতিফ মহেশপুর থানায় মামলা করেছে। হত্যার ঘটনায় জাকির হোসেন, ইদ্রিস আলী ও চামিলীকে পুলিশ গ্রেফতার করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে এবং ৩জনকে গ্রেফতার করা হয়েছে।