দেশে সিনোভ্যাক নামে চীনের একটি কোম্পানির ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিচ্ছে সরকার, আইসিডিডিআরবির সহযোগিতায় এই ট্রায়াল হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে যেসব দেশ কাজ করছে সবার সঙ্গেই আলোচনা হয়েছে, চীন যেহেতু সবার আগে প্রপোজ করেছে, তাই চায়নার ভ্যাকসিন সবার আগে ট্রায়ালের অনুমতি দেয়া হচ্ছে। চীনের এই কোম্পানি যত দ্রুত শুরু করবে, আমরা তখনই ট্রায়াল শুরু করবো।