৩১ শে আগস্ট পর্যন্ত ১২ হাজার ৫৪৩ টি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি তারিকুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল আদালতে এ বিষয়ক নথি দাখিল করা হয়।
কাগজপত্র ঠিক থাকলে নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করা হবে বলেও জানানো হয় প্রতিবেদনে। তবে লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা কত, এ বিষয়টি জানেনা স্বাস্থ্য অধিদপ্তর।
হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডেপুটি অ্যার্টনি জেনারেলের মাধ্যমে বিষয়টি আদালতকে জানানো হয়। প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।