চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সাংবাদিক ও দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বেলেপুকুর গৌড় বাংলা কার্যালয়ে কাজ শেষ করে নাচোল বাড়ির উদ্দেশ্যে মটরসাইকেল নিয়ে রওনা হয়।
এ সময় চাঁপাই-আমনুরা রোডে মনামিনা কৃষি খামারের সামনের রাস্তায় কয়েকজন ছিনতাইকারি হটাৎ সাজিদ তৌহিদের মাথায় আঘাত করে টিভিএস লাল রঙের মটরসাইকেল, ১টি মোবাইল ফোন, মানিব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার রাত পৌণে ১২ টার দিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) ঘটনাস্থল থেকে এ প্রতিবেদককে জানান, ছিনতাই হবার পর সদর মডেল থানা পুলিশের একটি দল ঐ এলাকায় গিয়ে তদন্ত শুরু করেছেন। ছিনতাইকারি চক্র ধরতে পুলিশ রাতেই তৎপরতা শুরু করেছে বলেও জানান কবির হোসেন।
পথচারীদের জানমালে নিরাপত্তা বিধানের লক্ষ্যে আমনুরা টু চাঁপাই রোডে পুলিশের টহল রাতে জোরদার করার জোর আহবান জানিয়েছেন সূধী মহল। – কপোত নবী।