একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ফুঁসে উঠেছে সারাদেশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের নানা জায়গায় এর প্রতিবাদ চলছে। জয়পুরহাটে ধর্ষণের বিরুদ্ধে মোমবাতী প্রজ্বলন করেছে জয়পুরহাট জেলার ছাত্র সমাজ।
সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনে অংশ নেন। তারা ঘণ্টাব্যাপী এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি জানান।
অংশগ্রহণকারীরা জানান, মধ্যপ্রাচ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সে রকম বাংলাদেশেও আইন সংস্কার করে এ বিধান প্রণয়ন দরকার। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানান তারা।
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ধর্ষণ প্রতিরোধে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক)-এর শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণসহ দেশব্যাপী সংঘঠিত নারী নির্যাতন, যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদ এবং নারীর সুরক্ষা নিশ্চিতের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদাভাবে এ কর্মসূচি পালন করেন।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ইসলামী ছাত্র খেলাফত ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী যুবকসহ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় শহরের নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। একই দাবিতে নেত্রকোণাতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।