ads
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

ধর্ষণের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৩ বার পঠিত

নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতার করে মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে দিনাজপুরে বেসরকারি সংস্থা পল্লীশ্রী, শুভ সংঘসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে।

একই দাবিতে নবাবগঞ্জে উপজেলা পরিষদের সামনের সড়কে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদ মানববন্ধন করেছে। এসময় মানববন্ধনে এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একাত্মতা জানায়। এ ছাড়াও বীরগঞ্জে ছাত্রলীগ বুধবার সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম এর নেতৃত্বে এ মানববন্ধন পালিত হয়।

মনববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাংস্কৃতিক কর্মী ও আমরাই পারি জেলা জোটের সদস্য তারিকুজ্জামান তারেক, জেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাষক বদিউজ্জামান বাদল, টিআইবি দিনাজপুরের সভাপতি হাজেরা বেগম, আমরাই পারি জেলা জোটের সদস্য প্রিয়াংকা রায়, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুন্নাহার, সৈয়দ মোস্তফা কামাল, এইচ.আর শামীমা পপি, ফাইন্যান্স ম্যানেজার মো. হুমায়ুন কবির ও মিনারা খাতুন।
অপরদিকে, নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বীরগঞ্জে বুধবার সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. রোকনুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সহসভাপতি মো. করিমুল হক চৌধুরী প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ১৬:৩০
  • ১৮:২৬
  • ১৯:৪৩
  • ৫:৩৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102