ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশার চাপায় বিশাল রহমান বাচ্চু নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার জয়পুরা-চাপিল আঞ্চলিক সড়কের দেপাশাই মডেল স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু গাইবান্ধা জেলার সাঘাটা থানার থৈগড় গ্রামের ফুল মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন বাজার এলাকায় আনোয়ার নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ জানায়, সকালে বাসা থেকে খাবার নিয়ে বাজারে অটোরিকশা চালক বাবার কাছে যাচ্ছিল শিশু বাচ্চু। এসময় জয়পুরাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বাচ্চুকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে সে সড়কে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর চন্দ্র সরকার বলেন, সিএনজি চালিত অটোরিকশার চাপায় ওই শিশুর মৃত্যু খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক অটোরিকশা ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।
কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।