বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুল আলিম নামে এক ব্যবসায়ীর ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল রনির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের ওই ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এ্যাসিল্যান্ড আব্দুল্লাহ্ আল রনি জানান, বিলচাপড়ী গ্রামের আব্দুল আলিম নামের এক ব্যক্তি বাঙ্গালী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করায় নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে।
এ কারণে বৃহস্পতিবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে এবিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে এ্যাসিল্যান্ড জানিয়েছেন।