নকলা (শেরপুর) প্রতিনিধি; শেরপুরের নকলা পৌরসভার মেয়র পদে পুনরায় মনোনীত হয়েছেন বর্তমান মেয়র ও নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন। রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও নকলা উপজেলা আওয়ামী লীগের প্রার্থী তালিকায় তার নাম গৃহীত হয়।
৩ ডিসেম্বর নকলা উপজেলা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মোতাবেক মেয়র হাফিজুর রহমান লিটনসহ আরো ৮ জনের নামের চূড়ান্ত তালিকা করা হয়। নকলা উপজেলা আওয়ামী লীগের মোট ৯জন প্রার্থীর নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। গতকাল (২৬ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় কমিটির মেয়র হাফিজুর রহমান লিটনকে পুনরায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে।
নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, নকলা পৌরসভার উন্নয়নে ও নকলা উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনের ভূমিকা অনস্বীকার্য।