ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাওয়ার টিলার উল্টে ইয়াকুব শেখ (৩২) নামে এক পাওয়ার টিলার চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব শেখ নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের হায়দার শেখের ছেলে।
নিহতের ভাই লিখন সর্দার জানান, মঙ্গলবার সকালে বিলগোবিন্দপুর গ্রামের খলিল শেখের জমি চাষ করার জন্য পাওয়ার টিলার নিয়ে ইয়াকুব বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ১০টায় বাড়িতে সংবাদ আসে জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলার উল্টে চালক ইয়াকুবের মাথার ভেতর লাঙল ঢুকে যায়।
খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে আহত ইয়াকুবকে দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে ভর্তির পরই ইয়াকুবের মৃত্যু হয়।