নরসিংদীর শিবপুরে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে শিবপুরে জামতলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, ঢাকা থেকে মনোহরদী যাচ্ছিলো একটি যাত্রীবাস। পথে বিপরীতমুখি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে। ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাস চালক নাজিম উদ্দিন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সময় মুসলধারে বৃষ্টি হচ্ছিলো।