স্টাফ রিপোর্টার, কপোত নবী; ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগ কমিটির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, প্রয়াত ইমদাদুল হক মিলন এর অসুস্থ বাবা মো. হোদা চাচা কে দেখতে তার বাড়িতে ছুটে যান জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস।
নাচোল পৌরসভার মেয়র প্রার্থী ও সমাজসেবক রয়েল বিশ্বাস জানান, প্রয়াত নেতা ইমদাদুল হক মিলন এর অসুস্থ বাবা মো. হোদা চাচা অসুস্থ হয়ে বাড়িতে আছেন। এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নিই এবং সকল সহযোগীতার আশ্বাস প্রদান করি।
তিনি আরও জানান, আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। সে জন্য এলাকাবাসীসহ সকলের নিকট দোয়া প্রার্থী। আপনারা আমাকে একটি সুযোগ দিন সেবা দিতে।
উল্লেখ্য, ইতোমধ্যে নাচোলের সকল ওয়ার্ডে রয়েল বিশ্বাসের পক্ষে গণসংযোগ করে যাচ্ছেন তার কর্মী সমর্থক বৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রয়েল বিশ্বাস এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।