শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: নাজিরহাট নছিরুল ইসলাম বড় মাদ্রাসার সংকট নিরসনে আগামী ২৮অক্টোবর শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। মজলিশে শুরার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে।
আজ(সোমবার) দুপুরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এটি ঘোষণা করা হয়। এ বৈঠকে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ঐদিন শুরা কমিটির সকল সদস্যদের নিরাপত্তায় প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে।