নাটোরের সিংড়ায় ৫ মিনিটের টর্নেডোতে ৩৬টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। মঙ্গলবার রাতে সিংড়ার চলনবিলের ডাহিয়ার লালুয়া পাঁচপাকিয়া গ্রামে হঠাৎ আকস্মিক ঝড় বয়ে যায়।
এতে মুহূর্তের মধ্যে ঘরের চালা ও গাছপালা ভেঙে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম মৃধা জানান, মঙ্গলবার রাতে আচমকা ৫ মিনিটের টর্নেডোতে ১৩টি বাড়ি সম্পূর্ণ ও ২৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে ঘটনার সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন গ্রামের সাধারণ মানুষ।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও নগদ টাকা ও ঢেউটিন বরাদ্দ করা হচ্ছে।