ads
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম

নাটোরে সাংবাদিকদের ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং’ প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে নাটোরে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের জন্য তিনদিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।

অনুষ্ঠানে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিআইবি প্রতিষ্ঠার পর থেকে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যা সারা বিশ্বের অন্য কোন দেশে নেই। পাশাপাশি পিআইবি সাংবাদিকতায় গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করছে, সাংবাদিকতায় স্নাতোকোত্তর পর্যায়ে ডিপ্লোমা ডিগ্রির কোর্স চালু করেছে।’

প্রধান অতিথির বক্তব্যে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাস সংক্রমণে সংকটে পড়লেও বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102