ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ২০ বার পঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ফাঁকা মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার সময় ফুলবাড়ী উপজেলার আমড়া গ্রামের ফাঁকা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম সাদ্দাম (২৬)। তিনি ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের আমড়া গ্রামের মৃত আবুল কারামের ছেলে।

পুলিশ জানায়, জাহিদুল ইসলাম সাদ্দাম ঈদের দিন শুক্রবার বিকেল ৫টার সময় বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাসায় ফেরেননি। শনিবার সকালে স্থানীয়রা তার বাড়ি থেকে ২০০ গজ দূরে ডিপ টিউবয়েলের পাশে মাঠে পানির মধ্যে পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেন। সেখানে পল্লীবিদ্যুতের তারও পড়ে ছিল। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পল্লীবিদ্যুতে খবর দিয়ে লাইন বন্ধ করে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, লাশের বুকে ও হাতে পুড়ে যাওয়ার দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102