নওগাঁয় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে নাহিদ হাসান (২৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার চক-রামচন্দ্র গ্রামের একটি ডিপ টিউবওয়েল সংলগ্ন ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত নাহিদ নওগাঁ সদর উপজেলার চক-রামচন্দ্র গ্রামের মোহাম্মদ ভুট্ট আকন্দের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, মঙ্গলবার রাতে একটি ধানের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে নাহিদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। এ বিষয়ে নিহতের চাচাতো ভাই সজীব একটি সাধারণ ডায়েরি করেছেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।