বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট তাদের নিজস্ব সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার সুযোগ নেই। এ নিয়ে যারা মিথ্যা তথ্য দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থ নেয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। এতে বলা হয়, সৌদি আরবে যেতে চাওয়া পুরাতন টিকিটধারী যাত্রীদের কোনরকম চার্জ ছাড়াই ধারাবাহিকভাবে টিকিট রি-ইস্যু করে আসন বরাদ্দ দেয়া হচ্ছে।
তবে, এ নিয়ে কিছু অসাধু এজেন্সি ও ব্যক্তি অর্থের বিনিময়ে সৌদি আরবে যাওয়ার টিকিট পুনরায় ইস্যু করিয়ে দেয়ার বিভ্রান্তি ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের এমন প্রতারণা থেকে সতর্ক থাকতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের সৌদি আরবের টিকিটধারী যাত্রীদের কোনো চার্জ ছাড়াই ধারাবাহিকভাবে টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে।