টাঙ্গাইলের দেলদুয়া উপজেলার আটিয়া ইউনিয়নের গোয়ারিয়া গ্রামে নিজ ঘরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার (২৪ মার্চ) ভুক্তভোগী নিজে বাদী হয়ে আটিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের লেবু মিয়ার ছেলে সুমন ও মৃত তারজু সরকারের ছেলে আসাদ সরকার এবং একই ইউনিয়নের গোয়ারিয়া গ্রামের মৃত মফেজ সিকদারের ছেলে জমের সিকদারকে আসামি করে দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের গোয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী সেচ প্রকল্পে কাজ করার সুবাদে রাত ৯টার দিকে ঘরের দরজায় বাহিরে শেকল লাগিয়ে কাজ করতে চলে যায়। এর ফাকে রাত সাড়ে ১১ টার দিকে আসামিদের মধ্যে সুমন অপর ২ জনের সহযোগিতায় ধর্ষণ করে। এ ঘটনার শিকার গৃহবধূ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সুমন মিয়াকে আটক করা হয়েছে।