ads
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

নির্ধারিত সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কায় যাওয়া নিয়ে শঙ্কা, সফর পেছানোর আভাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪ বার পঠিত

পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিরিজের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি সফরকারিরা। কতদিন পর্যন্ত বিসিবি সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে, সিরিজ কি আদৌ হবে? এসব প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি বিসিবি প্রধান নির্বাহী। তবে জানিয়েছেন সিরিজ হলে সমন্বয় করতে হবে অনেক কিছু। আভাস তিন টেস্টের সিরিজে এক ম্যাচ কমে যাওয়ার।

ক্রিকেটারদের অনুশীলন, ক্রিকেট বোর্ডের অপেক্ষা আর এসএলসির কোভিড টাস্ক ফোর্সের সাথে দফায় দফায় বৈঠক, তারপরও আসে না সিরিজ হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত। তবে নানা যদি-কিন্তুর মাঝে কিছু বিষয় পরিষ্কার, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর লঙ্কার উদ্যেশে টিম টাইগার্সের দেশ ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

ক্রিকেট বোর্ড সিরিজ নিশ্চিতে তাদের চাহিদাপত্র পাঠিয়েছে সপ্তাহখানেক আগে, মাঝের সময়টায় এএলসি-বিসিবির মাঝে যোগাযোগ হলেও সিদ্ধান্তে পৌছা সম্ভব হয়নি। পিছিয়ে যাচ্ছে তিন টেস্টের সিরিজ কমে আসতে পারে ম্যাচ সংখ্যাও। বাংলাদেশকে হোস্ট করার পরপরই লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা এসএলসির। ফলে লঙ্কা-বাংলা সিরিজ হয়ে যেতে পারে দুই ম্যাচের। সিরিজ হলে তা যে অনেক কিছু সমন্বয় করেই হবে তা নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী।

বিসিবি লঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য কতদিন অপেক্ষা করবে? উত্তর এড়িয়ে গেছেন প্রধান নির্বাহী, তবে ক্রিকেটারদের অনুশীলনে যে আপাতত ছেদ পড়ছে না তা নিশ্চিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩৩
  • ১৯:৫৩
  • ৫:২১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102