পলাতক মাদক ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে আন্ধারুকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা থেকে ভোরে ধৃত সালামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সালাম জেলা শহরের নিউ বাবুপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে।
নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, ২০১৬ সালে বিপুল পরিমাণ গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার হয় সে। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে লাপাত্তা হয় সালাম। বিচার চলাকালীন তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে ছয় মাসের পরোয়ানা নিয়ে পলাতক থাকা সালামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।