সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জ ও সাভারে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার (২৫শে সেপ্টেম্বের) সকালে শহরের শহীদ রফিক চত্ত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জেলা হিন্দু মহাজোট।
মানববন্ধনে বক্তারা বলেন, বখাটের হামলায় কোনও মেয়েকে যাতে প্রাণ দিতে না হয়, সেজন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। দ্রুত মূল আসামি মিজানকে গ্রেপ্তার করে তার ফাঁসির দাবি জানান বক্তারা।
এদিকে নীলা হত্যার বিচার চেয়ে সাভারে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট। সকালে সাভার প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শিগগিরই মিজানকে গ্রেপ্তার করা না হলে আগামী ৩০শে সেপ্টেম্বর দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে।