হোমরাজনীতি
নুরুল হকসহ সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক বার্তাবাজার
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মঙ্গল, ২৯ সেপ্টেম্বর ২০
Share
নুরুল হক নূর। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী নুরুল হক নুরসহ সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তারা সচিবালয়ে স্মারকলিপি হস্তান্তর করে।
এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে নুরুল হক এবং তার সহযোগীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন করা হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে। দেশে আর কোনো নারী যেন ধর্ষনের শিকার না হয় সেজন্য প্রশাসনকে অনুরোধ জানান বক্তারা।