নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় রাস্তায় হাঁটার সময় গাড়ি চাপায় পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী না থাকায় ট্রাক না লরি তা শনাক্ত করতে পারেনি পুলিশ।
নিহত আব্দুল মজিদ (৬৮) উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মীর হোসেনের ছেলে এবং তার বাড়ির কাছে টং দোকান রয়েছে। তিনি সেখানে রাতযাপন করে বাড়িতে আসা-যাওয়া করতেন।
ধারণা করা হচ্ছে আব্দুল মজিদ সকালে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন।
কোনো এক সময় দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে পথচারীরা সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন।
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব দেশ রূপান্তরকে বলেন, ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ট্রাক না লরি তার সঠিক তথ্য জানা যায়নি। নিহতের মাথায় মারাত্মক আঘাত রয়েছে ও সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।