নেত্রকোনায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) এ ঘটনা ঘটে। এ বজ্রপাতে আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে ৫ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া সকলেই কৃষক। তারা সবাই হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন।