নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় ৪০ লিটার দেশীয় মদ বিক্রির অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচহাট গ্রামের জোৎস্না বেগমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- খালিয়াজুরি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৪০) ও একই গ্রামের আমিনুল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩২)।
খালিয়াজুরি থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হোসনে আরা ও জাহাঙ্গীর জোৎস্না বেগমের বাড়িতে দেশিয় মদ বিক্রি করছেন। এ সময় অভিযান চালিয়ে দুই জনকে আটক করলেও জোৎস্না বেগম পালিয়ে যায়। এ ব্যাপারে থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি চলছে। আটকদের আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।