করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নেত্রকোনা মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সিডও দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় সংগঠনের নিউটাউনস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজন সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন’ এই স্লোগানে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সিডও সনদ দিবস ২০২০ পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি পারভীন সুলতানা।
প্রবন্ধের উপরে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি। প্রবন্ধ পাঠ করেন আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুরন্নাহার বিউটি।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ ব্যক্তি পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সভায় এ পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করা হয়। সেইসাথে এই সময়ে এবং বিগত সময়ে নারীদের প্রতি বিভিন্ন সহিংসতাসহ নির্যাতনের তথ্য উপাত্ত তুলে ধরে করোনাকালের চ্যালেঞ্জ মোকাবিলায় বাধাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নারী নেত্রীরা।
তারা বলেন, নারী মানুষ হিসেবে সংসারে সমাজে এখনো অবহেলিত। এটিকে দূর করতে পুরুষদেরকে মানসিকভাবে দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, প্যানেল আইনজীবী নজরুল ইসলাম, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট দিলুয়ারা বেগম, সাধারণ সম্পাদক আলপনা বেগম, তেলিগাতী সরকারি কলেজের প্রভাষক লেখক পূরবী সম্মানিত, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, সংগঠনের সহ সভাপতি সাফিয়া লায়েছ, অর্থ সম্পাদক আফরোজা চৌধুরী ও প্রচার সম্পাদক নাদিরা আক্তার ঝর্না প্রমুখ।