নোয়াখালীতে আঞ্জুমান আরা মেধা বৃত্তি ও স্বর্ণপদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবি সমিতি ভবনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। আর সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ও মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-দীন।
এতে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন, নোয়াখালী জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেমসহ বিভিন্ন বিচারপতি ও আইনজীবিরা।
অনুষ্ঠানে তিনজনকে স্বর্ণ পদক ও ২৫ জনকে মেধা বৃত্তিসহ মোট ১০০ জনকে পুরস্কৃত করা হয়েছে।