নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে ফিরোজ উদ্দিন (৭০) নামে অবসরপ্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মারা গেছেন। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫০ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, ফিরোজ উদ্দিনের শরীরে ১৩ আগস্ট করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে সোমবার রাতে মারা যান তিনি।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় জেলা সদরে ১৯, সুবর্ণচরে ২, বেগমগঞ্জে ৭, সোনাইমুড়ীতে ৩, চাটখিলে ২, সেনবাগে ৫, কবিরহাটে ৮ ও কোম্পানীগঞ্জ উপজেলায় চারজনসহ ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭১০, আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৩২ ও মারা গেছেন ৭৫ জন।