নোয়াখালীর মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ রোববার সকাল ১০টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে নবজাতকের বাবা অলি উল্যাহ দয়াল গাজী জানান, ‘গত ২১ ডিসেম্বর সকালে নোয়াখালীর মাইজদী শহরের হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালে প্রসবজনিত কারণে তার স্ত্রীকে ভর্তি করানো হয়। দুপুরে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ সন্তান জন্ম দেয়। কিন্তু সন্ধ্যায় ডাক্তার মাহবুবুর রহমানের নির্দেশনায় ডাক্তার হরি নারায়ণ দেবনাথ আমার বাচ্চাকে একটি ইনজেকশন দিতে চায়। বাচ্চা সুস্থ থাকার কারণে আমি ইনজেকশন দিতে বাধা দিলেও সে জোরপূর্বক আমার বাচ্চাকে ইনজেকশন পুষ করে। এর ১ মিনিটের মাথায় আমার বাচ্চা কাঁপুনি দিয়ে মারা যায়। ’
তিনি বলেন, ‘পরে হাসপাতাল কর্তৃপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমাকে এবং আমার স্বজনদের গায়ে হাত তুলে হাসপাতাল থেকে বের করে দেয়। আমি ডাক্তার মাহবুবুর রহমান ও ডাক্তার হরি নারায়ণ দেবনাথের বিচার চাই এবং মেট্রো হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানাই।’
এ সময় অন্যান্য বক্তারা বলেন, ‘নোয়াখালীর অধিকাংশ ডাক্তার সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। কিন্তু কিছু ব্যক্তি ডাক্তার নামের কলঙ্ক। এ পেশার অবমাননা করছেন। তারা চিকিৎসার নামে বাণিজ্য করছে। তারা সুস্থ মানুষকে অর্থের লোভে লাশ করে ফেলছে। দ্রুত এগুলো বন্ধ করতে হবে।’
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সামাজিক সংগঠন নিরাপদ নোয়াখালী চাই, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ, কবিরহাট উপজেলাবাসী, সোনাপুর পৌরবাসী, সাপরাশির হাট ইউনিয়ন বাসী, অমরপুর সমাজ কল্যাণ পরিষদ, কামার পুকুর যুব কল্যাণ পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ।