নড়াইলে মো. মাহবুবুর রহমান নামে এক ইউপি সদস্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ওই ইউপি সদস্যকে নড়াইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ইউপি সদস্যের স্বজনরা জানান, সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মাহাবুবুর রহমান রোববার রাত ৯টার দিকে ভুমুরদিয়া গ্রামের বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নির্জন বাগানের পথ অতিক্রমের সময় আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা রাস্তায় বাঁশ ফেলে মাহাবুবুরের গতি রোধ করে তার ওপর চড়াও হয়। এ সময় দুর্বৃত্তরা লোহার রড ও লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি আঘাতে করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে রাস্তায় লুটিয়ে পড়েন। এর একপর্যায়ে তার মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়া হয়।
ঘটনার সময় এক পথচারী সেখানে এসে পড়ায় হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে মাহাবুবুরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন।
পূর্ববিরোধের জেরে মাহাবুবুরকে প্রাণে মারতে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা স্বজনদের।