নড়াইলে বিদ্যুতের স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধন সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রি-পেমেন্ট পদ্ধতিতে বিদ্যুৎ বিল গ্রহণ পদ্ধতির যাত্রা শুরু হলো।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সএ যুক্ত হয়ে বিদ্যুৎ জ্বালানীও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এর উদ্বোধন করেন। এসময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য, ওয়ানডে ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ সচিব ড. সুলতান আহমেদ এতে যুক্ত হন। অনুষ্ঠানে ওজোপাডিকো’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।