পঞ্চগড়ে ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারীর ব্যাটালিয়ন ৫৬।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির টহল দল ভুটিয়াপাড়া স্থানে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ঘাগড়া বিওপির টহল দল সীমান্ত পিলার এলাকার ভুটিয়াপাড়ায় অভিযান চালায়। এসময় ধানের বস্তার ভেতরে অভিনব পদ্ধতিতে রাখা ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।
বিজিবি ব্যাটালিয়ন-৫৬ এর অধিনায়ক মামুনুল হক জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।