সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধি; পটুয়াখালীতে অব্যাহত বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান রয়েছে। ফলে ব্যাবসা প্রতিষ্টানসহ বিভিন্ন অফিসে কমর্রত অধিকাংশ কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলে যেতে পারেনি। বৈরি আবহাওয়ার প্রভাবে চলমান বৃষ্টিপাত পটুয়াখালীতে রেকর্ড করা হয়েছে ১২০ মিলিমিটার।
এদিকে অবিরাম বৃষ্টিপাতের প্রভাবে পটুয়াখালী সদরসহ বিভিন্ন উপজেলায় জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করেছে। পটুয়াখালী সদরের অধিকাংশ প্রধান সড়ক হাটু সমান পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে যানবাহন চলাচল কম লক্ষ করা গেছে শহরের বিভিন্ন স্থানে। উপকুলীয় অঞ্চল কুয়াকাটায় ঝড়হাওয়ার প্রভাবে বন্ধ রয়েছে সমুদ্র সৈকতে প্রবেশ। এছাড়াও বিভিন্ন উপজেলার নিম্মাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ২-৩ দিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সাগর উত্তাল থাকবে বেশ কিছুদিন। জেলা প্রশাসন থেকে যে কোন দূর্যোগে সতর্কীকরন সহ দূযোর্গ পরবর্তী কর্মসূচি গ্রহন করা হয়েছে।