পটুয়াখালীতে জেলা বিএনপি’র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা সভায় হামলার ঘটনা ঘটেছে।
রবিবার বিকেলে শহরের পুরান বাজার এলাকায় একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত এ সভায় এ হামলার ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, সভায় ১০ থেকে ১৫ জনের একদল বহিরাগত লাঠি ও লোহার পাইপ দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে দলের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।