সারা দেশে ধারাবাহিক ধর্ষণ ও নারীর প্রতি নির্যাতন, নীপিড়ন ও সামাজিক যৌন হয়রানি বন্ধের দাবিতে পটুয়াখালীতে মেয়েদের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ইয়ুথ এ্যালাইন্স অব পটুয়াখালী (ইয়াপ) নামের স্থানীয় একটি সংগঠনের আয়োজনে শহরের মহিলা কলেজ রোডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের উদোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন থেকে ছাত্রীরা দাবি করেন, ধর্ষণ বন্ধে আইনের সংশোধন ও বিশেষ ট্রাইবুনালে বিচার করার পাশাপাশি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি করা হয়।